বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর ০৪ (চার) সপ্তাহ মেয়াদি “৩য় চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য শব্দ গ্রহণ ও প্রয়োগ বিষয়ক ব্যবহারিক কোর্স”-এর কোর্স সিডিউল প্রস্তুতকরণ এবং মূল্যায়ন পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে ‘মডিউল আপডেট কমিটি’র ২য় সভা ২৭ নভেম্বর ২০২৪ তারিখ বুধবার বিসিটিআই-এর প্রধান নির্বাহী ও কমিটির সভাপতি ফায়জুল হক-এর সভাপতিত্বে ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।