২১ নভেম্বর, ২০২৪খ্রি. বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত ‘টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্লাটফর্মে কনটেন্ট নির্মাণ’ (স্নাতকোত্তর ডিপ্লোমা) প্রশিক্ষণ পাঠ্যধারার মডিউল আপডেট কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউট-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক এর সভাপতিত্বে সভায় বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব খ.ম হারুন, ড. ইসলাম শফিক, বিসিটিআই এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটি ৬ মাসব্যাপী এই কোর্সের পাঠ্যক্রম বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন।
ঢাকার দারুস সালামস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের ৪র্থ ও ৫ম তলায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল বা সদরঘাট থেকে গাবতলি অভিমূখী যে কোন গাড়িতে করে দারুস সালাম আসা যায়। কল্যাণপুর ও টেকনিক্যাল এর মাঝখানে দারুস সালাম অবস্থিত।