২১/ ৯/২৩ তারিখ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে একুশে পদকপ্রাপ্ত স্বনামখ্যাত চলচ্চিত্র নির্মাতা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দিন জাকী-রবাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর পক্ষ থেকে প্রধান নির্বাহী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ কাউসার আহাম্মদ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এসময় ইনস্টিটিউটের পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম, বিসিটিআই এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঢাকার দারুস সালামস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের ৪র্থ ও ৫ম তলায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল বা সদরঘাট থেকে গাবতলি অভিমূখী যে কোন গাড়িতে করে দারুস সালাম আসা যায়। কল্যাণপুর ও টেকনিক্যাল এর মাঝখানে দারুস সালাম অবস্থিত।