Wellcome to National Portal
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)- আয়োজিত দুইটি কোর্সের উদ্বোধন এবং চারটি কোর্সের সমাপন ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2025-04-17

১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)- আয়োজিত “৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স” ও “৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ কোর্স” এর উদ্বোধন এবং “টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্স”, “৩য় চলচ্চিত্র ও  টেলিভিশনের জন্য শব্দ গ্রহণ ও প্রয়োগ বিষয়ক ব্যবহারিক কোর্স”, “৭ম চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্স” এবং “৫ম চলচ্চিত্র চিত্রনাট্য লিখন কোর্স”- এর সমাপন ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবা ফারজানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র প্রদান করেন।

 

বিসিটিআই এর প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর সভাপতিত্বে এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক জনাব মো: কাউসার আহাম্মদ,  বিসিটিআই এর গভর্নিং বডির সদস্য, বিসিটিআই এর কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের শান্তি কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।