আজ ০৯ অক্টোবর ২০২৪ তারিখ বুধবার সকাল ৯.০০ টায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর সিটিজেন চার্টার বিষয়ক বার্ষিক কর্ম-পরিকল্পনা ২০২৪-২৫ এর সূচক ২.২ এর আলোকে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক অভ্যন্তরীণ প্রশিক্ষণ বিসিটিআই-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) জনাব মোঃ কাউসার আহম্মদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক ও পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম। বিসিটিআই-এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এ অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।