বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে ২০ মার্চ ২০২৪ তারিখ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় “ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের সিনেমা নির্মাণের প্রতিবন্ধকতা ও উত্তরণ” বিষয়ক কর্মশালা বিসিটিআই-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার জনাব নুরুল আলম আতিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিটিআই এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম ও চলচ্চিত্র নির্মাতা জনাব সূবর্ণা সেঁজুতি টুসি।
ঢাকার দারুস সালামস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের ৪র্থ ও ৫ম তলায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল বা সদরঘাট থেকে গাবতলি অভিমূখী যে কোন গাড়িতে করে দারুস সালাম আসা যায়। কল্যাণপুর ও টেকনিক্যাল এর মাঝখানে দারুস সালাম অবস্থিত।