৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিসিটিআই সভাকক্ষে লোককাহিনী ভিত্তিক সিনেমায় জনসম্পৃক্ততার প্রেক্ষাপট: "বেহুলা, সাত ভাই চম্পা, অরুণ বরুণ, কিরণমালা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক সেমিনারটির উদ্বোধন করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলম বাবু, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক জনাব মইনুদ্দিন খালেদ, বিসিটিআই-এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম। বিসিটিআই-এর উপপরিচালক (রেজিস্ট্রেশন) জনাব শাহিদা সুলতানা সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোঃ মোকসেদ হোসেন, সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) জনাব জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) জনাব অজিত কুমার নাথ। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিসিটিআই-এর শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তনী সংসদের সদস্য এবং বিসিটিআই-এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।