বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত ০৬ (ছয়) সপ্তাহ মেয়াদি ‘স্পেশালাইজ টেলিভিশন ক্যামেরা অপারেশন এন্ড টেকনিকস কোর্স’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৫শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ রবিবার সকাল ১১:০০ টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মো. হুমায়ুন কবীর খোন্দকার মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক। প্রশিক্ষণার্থী, শিক্ষক, ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিটিভির নবনিয়োগপ্রাপ্ত ১৪ জন চিত্রগ্রাহক এ কোর্সে অংশগ্রহণ করেন।